সিরাজগঞ্জে মীর স্নিগ্ধের সাথে জেলা বিএনপি মতবিনিময় সভা
সিরাজগঞ্জে মীর স্নিগ্ধের সাথে জেলা বিএনপিড় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের বনবাড়িয়া ছোয়ামনি রিসোর্টের হলরুমে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও তার সকল অঙ্গসংগঠন সমূহের সঙ্গে মতবিনিময় করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র সদস্য মীর স্নিগ্ধ।
প্রধান অতিথি হিসেবে স্নিগ্ধ বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক সংস্কৃতির একটি সংস্কার খুবই প্রয়োজন। গত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার রাজনৈতিক সংস্কৃতিকে নিজেদের মতো করে রেখেছিল। যার ফলে তরুণরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনার কারণেই তরুণরা রাজনীতিকে একটি নোংরা জায়গা মনে করে। তরুণরা রাজনীতি থেকে দূরে গিয়ে বিদেশে যায়। তাই আমাদের তরুণদের ফ্যাসিবাদী সিস্টেমের মধ্য থেকে বেরিয়ে এসে দেশের জন্য রাজনীতি ও সংস্কৃতি পরিষ্কার জায়গায় নিয়ে এসে নতুন ধারায় দেশ গড়তে হবে।'
তিনি আরও বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নেড় মাধ্যমে আমরা একটি নতুন রাজনৈতিক ধারার প্রতিষ্ঠা করব। দলকে সংগঠিত করে তরুণদেড় জন্য দেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার আদর্শে সকলে একত্রিত হয়ে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বেগম খালেদা জিয়া আমাদেরকে আপোষহীন হতে শিখিয়েছেন।'
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান,পৌর বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন ছানু, উপজেলা ছাত্রদলের সভাপতি সিরাজুল ইসলাম সহ জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শুভ সেখ/এমটি



























