রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৮, ২২ অক্টোবর ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি এই দায়িত্বে থেকে দলের আন্তর্জাতিক বিষয়গুলো দেখভাল করবেন।

বুধবার (২২ অক্টোবর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে অবগত করা হলো।’

হুমায়ুন কবির লন্ডনে স্থানীয় রাজনীতি ছেড়ে বিএনপিতে সক্রিয় হন এবং ধীরে ধীরে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের অন্যতম সহযোগী হিসেবে পরিচিতি পান। সম্প্রতি তিনি জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বিএনপির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে দেশবাসীর নজর কাড়েন।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ