শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪০, ৩১ অক্টোবর ২০২৫

আমরা প্রতারণাকে ‌‌‘না’ বলছি: রুমিন ফারহানা

আমরা প্রতারণাকে ‌‌‘না’ বলছি: রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ২৭০ কার্যদিবস আলোচনার পরও যে বিষয়গুলোতে দলগুলোর ভিন্নমত রয়েছে, সেগুলো স্পষ্ট না করেই আদেশ জারি করার কথা বলা হচ্ছে। ভোটে যে প্রশ্ন থাকবে, সেখানে ডিসেন্টিং বা ভিন্নমতের জায়গাটাকে একেবারে উপেক্ষা করে সনদ ঘোষণা করা হচ্ছে। এটি জাতির সঙ্গে প্রতারণা, আর এই প্রতারণাকে আমরা ‘না’ বলছি।

শনিবার রাতে (৩০ অক্টোবর) এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, 'বিএনপি শুরু থেকেই বলে আসছে— আমাদের নির্বাচনের দিনই গণভোট হবে। কিন্তু এখন সে বিষয়টি নিয়ে সরকার একটুও কর্ণপাত না করেই গণভোটের ঘোষণা দিচ্ছে।'

জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে বিএনপির অবস্থান কী হবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'যদি জাতীয় নির্বাচনের আগে গণভোট হয় এবং সরকার তা আয়োজন করে, তাহলে বিএনপি দলীয় আলোচনার মাধ্যমে সময়ের সঙ্গে উপযুক্ত সিদ্ধান্ত নেবে।'

তিনি আরও বলেন, 'ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন যদি কোনো কারণে পেছায় বা দ্রুত নির্বাচনের পথে না যায়, তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রের যে ন্যূনতম শক্তি থাকা উচিত, সেটিও হারিয়ে যাবে।'

'গণভোটে সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকলেও সাধারণ মানুষের মূল উদ্বেগ সেখানকার নয়' উল্লেখ করেও এই বিএনপি নেত্রী বলেন,'মানুষ এখন চিন্তা করছে  তারা সস্তায় নিত্যপণ্য কিনতে পারছে কি না, খাবার জোগাড় হচ্ছে কি না, হাসপাতালগুলোতে চিকিৎসা মিলছে কি না, ওষুধ পাচ্ছে কি না, ছেলেমেয়েরা পড়াশোনা শেষে চাকরি পাচ্ছে কি না, কিংবা বিদেশে গিয়ে রোজগার করে পরিবারকে সহায়তা করতে পারছে কি না— এসবই তাদের মূল চিন্তা। গণভোটে এসবের কোনো সংযোগ নেই। যখন জনগণ দেখবে গণভোট এমন এক বিষয়ে হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত নয়, তখন ‘না’ ভোটের জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে।'

সদ্য সংবাদ/এমটি