শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৯, ৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১৩:১৯, ৪ নভেম্বর ২০২৫

আপাতত অন হোল্ড অবস্থায় আছি: রুমিন ফারহানা

আপাতত অন হোল্ড অবস্থায় আছি: রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সোমবার ২৩৭টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে প্রকাশিত তালিকায় নাম নেই দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানার। নাম না থাকায় বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। তবে নিজ মনোনয়ন নিয়ে এখনো আশাবাদী বিএনপির এই নেত্রী।

সোমবার (৩ নভেম্বর) রাতে এক টেলিভিশন আলোচনায় অংশ নিয়ে এসব বলেন রুমিন ফারহানা।

রুমিন ফারহানা বলেন, 'আমার মনোনয়ন আপাতত "অন হোল্ড" অবস্থায় আছে। এখনো অনেক আসন ঝুলে আছে। দল "উইনেবল" প্রার্থী খুঁজছে, সেই বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।'

তিনি বলেন, 'ঘোষিত তালিকাটি এখনো প্রাথমিক পর্যায়ের। সময়মতো পরিবর্তন আসতে পারে—কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন।'

রুমিন ফারহানা জানান, ১২–১৫ বছর ধরে যারা দলটির সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। এখনো ৬৩টি আসনের প্রার্থী ঘোষণা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার বিষয়েও আলোচনা চলছে।

মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'বড় দলগুলোতে প্রার্থীর সংখ্যা বেশি হওয়া স্বাভাবিক। নেতাকর্মীদের আবেগকে শ্রদ্ধা করা উচিত। মন খারাপ হওয়া স্বাভাবিক, তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না।'

মনোনয়নে নারী প্রার্থীর সংখ্যা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, 'যদি বিএনপি নারী মনোনয়ন ৫ শতাংশ পর্যন্ত বাড়াতে রাজি হয়, তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী যুক্ত করা সম্ভব হবে।'

সদ্য সংবাদ/এমটি