ভারতে গণবিক্ষোভের আশঙ্কা, সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ অমিত শাহ’র
শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে সম্প্রতি তরুণদের নেতৃত্বে গণআন্দোলনের মুখে সরকার পরিবর্তন হয়েছে। প্রতিবেশী দেশগুলোতে এধরনের রাজনৈতিক অস্থিরতা ও গণবিক্ষোভে সরকারের পতন ভারতকেও ভাবাচ্ছে। মোদি সরকার শঙ্কা করছে, একই ধরনের আন্দোলনের ঢেউ ভারতে ছড়িয়ে পড়তে পারে। খবর ইন্ডিয়া টূডে। ইন্ডিয়া টূডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোকে (বিপিআরঅ্যান্ডডি) একটি সমন্বিত গবেষণা করার নির্দেশ দিয়েছেন। তাঁরা স্বাধীনতার পর থেকে, বিশেষ করে ১৯৭৪ সালের পর ভারতে ঘটে যাওয়া সব আন্দোলনের ইতিহাস, পটভূমি, অর্থনৈতিক প্রভাব, চূড়ান্ত ফলাফল এবং পেছনে থাকা গোষ্ঠীগুলোর ভূমিকাও খতিয়ে দেখবেন।