বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১১:৫৬, ১৫ সেপ্টেম্বর ২০২৫

মণিপুরে ‘গো ব্যাক মোদি’

মণিপুরে ‘গো ব্যাক মোদি’
ছবি: সংগৃহীত

মণিপুরে দুই বছর আগে সংগঠিত সহিংসতার প্রায় ২৫০ জন নিহত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবার মণিপুর সফরে গিয়েছেন। তবে সফরের কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ থেকে স্লোগান শোনা যায় 'গো ব্যাক মোদি'। বিক্ষোভে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে বহু মানুষকে আহত করে।

মোদি তিন দিনের সফরে মণিপুর, আসাম ও বিহার যাচ্ছেন। বিহারে প্রায় ৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা করা হয়েছে যা কৃষি, রেল, সড়ক ও বিমানবন্দর উন্নয়নে ব্যয় হবে। আগামী নির্বাচনের আগে বিহার বিজেপির জন্য গুরুত্বপূর্ণ এলাকা। আগামী অক্টোবরে বিহারের বিধানসভা নির্বাচন। বিজেপির জন্য বিহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এটিই ভারতের হিন্দি-ভাষী একমাত্র রাজ্য, যেখানে মোদির দল বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারেনি।

মণিপুরে ২০২৩ সালের মে মাসে মেইতেই (হিন্দু) ও কুকি (খ্রিস্টান) জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ-সহিংসতা শুরু হয়, যার ফলে বহু মানুষ এখনও ত্রাণশিবিরে আছেন। 

কুকি অধ্যুষিত এলাকা চুরাচান্দপুরে জনসমক্ষে বক্তৃতা দেওয়ার সময় মোদি  বলেন, "মণিপুরে জীবন স্বাভাবিক করতে ভারত সরকার সমস্ত প্রয়োজনীয় চেষ্টা করছে। আমি আজ আপনাদের সাথে আছি। ভারত সরকার মণিপুরের জনগণের সাথে আছে।" তিনি সব পক্ষকে শান্তিপূর্ণ পথে চলার আহ্বান জানান।

রাজ্যটি বর্তমানে সরাসরি নয়াদিল্লির নিয়ন্ত্রণে। জমি ও সরকারি চাকরি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সঙ্গে রাজনৈতিক স্বার্থের কারণে উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে।

সর্বশেষ