রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৮:২৬, ২০ অক্টোবর ২০২৫

আবার ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর দাবি করলেন ট্রাম্প

আবার ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর দাবি করলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

ট্রাম্পের দাবি করেন, ‘শুল্ক চাপানোর হুঁশিয়ারি’ দিয়ে তিনি  ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধ করেছেন। যুদ্ধ থামানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর প্রশংসাও করেছেন বলে জানান তিনি।

রবিবার (আমেরিকার সময়) ফক্স নিউজকে দেওয়া একে সাক্ষাৎকারে এসব বলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি আরও দাবি করেছেন, দুই দেশের সংঘাতে সাতটি বিমান গুলি করে নামানো হয়েছে। যদিও ওই বিমানগুলি কোন দেশের, তা স্পষ্ট করেননি ট্রাম্প। ‘শুল্ক চাপানোর হুঁশিয়ারি’ দিয়ে তিনি দুই পরমাণু শক্তিধর দেশকে যুদ্ধ থেকে বিরতে করেন।

ট্রাম্প বলে, ‘‘আমি বলি (ভারত এবং পাকিস্তানকে), তোমরা যুদ্ধ না থামালে ২০০ শতাংশ শুল্ক চাপাব। তা হলে তোমরা আর চুক্তি করতে পারবে না। তোমাদের সঙ্গে বাণিজ্যও বন্ধ করে দেব।’’

ট্রাম্পের আরও দাবি, ২৪ ঘণ্টার মধ্যেই তিনি ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়ে দেন। ‘‘পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ডোনাল্ড ট্রাম্প লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করেছেন।’’

আমেরিকার প্রেসিডেন্টের এই দাবি যদিও নতুন নয়। তিনি এর আগেও দাবি করেছেন, পহেলগাঁও কাণ্ডের পরে ভারত-পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা শুরু হয়েছিল, তা থামিয়েছেন তিনিই। যদিও ভারত এ বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা স্বীকার করেনি। তবে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা ভারত অস্বীকার করলেও পাকিস্তান ‘ধন্যবাদ’ জানিয়েছে আমেরিকাকে।

সদ্য সংবাদ/এসএইচ

সর্বশেষ