নরসিংদীতে জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা
নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাইয়েরা। শনিবার (১ নভেম্বর) দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) ও তার ছোট ভাই শাকিল মিয়া (২০)। এ ঘটনায় ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়েছেন।
নিহতদের পরিবারের সদস্যরা জানান, প্রায় ২০ বছর আগে ফোরা মিয়া ও শাকিলের বাবা আবু তাহের তাদের চাচা আব্দুল আউয়ালের কাছ থেকে ১,৭০০ টাকা ধার নেন। সেই সূত্র ধরে আউয়াল ও তার ছেলে শিপন মিয়া ও রিপন মিয়া আবু তাহেরের ভিটের একটি অংশ নিজেদের দাবি করে আসছিলেন। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় দরবার হলে বিচারকদের রায়ে আবু তাহেরের পরিবারের পক্ষে সিদ্ধান্ত আসে।
শনিবার দুপুরে রিপন ও শিপনরা পুনরায় জমি দখলে গেলে ফোরা মিয়া ও শাকিল বাধা দেন। এতে তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। ফোরা মিয়া, শাকিল মিয়া এবং মনিরা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
আহত মনিরা বেগম বলেন, ‘আমার স্বামী ও দেবরকে তাদের চাচা আউয়াল ও তার ছেলেরা কুপিয়ে হত্যা করেছে। ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরে কোপ দিয়েছে। পেটে কোপ দিয়ে ভুড়ি বের করে ফেলেছে। আমার ছেলে-মেয়েকে যারা এতিম করেছে, আমি তাদের ফাঁসি চাই।’
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির জানান, হাসপাতালে আনা দুইজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে, এবং একজন অল্প আহত হয়েছেন তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।’



























