ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ স্থাপনায় ছাত্রলীগের তালা!
রাজধানী ঢাকায় আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচটি স্থাপনায় তালা ঝুলিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবনে তালাগুলো লাগানো হয়।