শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩০, ১২ অক্টোবর ২০২৫

ক্লাস করতে এসে আটক ইবি ছাত্রলীগ সহ-সম্পাদক

ক্লাস করতে এসে আটক ইবি ছাত্রলীগ সহ-সম্পাদক
ছবি: সদ্য সংবাদ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা আটক করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ছাত্রলীগ নেতা হুসাইন তুষার ইবির বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সহ সম্পাদক। তার বিরুদ্ধে ক্যাম্পাসে থাকা অবস্থায় শিক্ষার্থীদের উপর নানারকম হয়রানি মূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে।

সূত্র থেকে জানা যায়, বেলা সাড়ে ১২ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে সংলগ্ন চায়ের দোকানে আড্ডারত অবস্থায় তাকে আটক করা হয় সেখান থেকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে ক্যাম্পাসস্থ ইবি থানায় সোপর্দ করা হয়।

অভিযুক্ত হুসাইন তুষার বলেন, 'আমি এর আগে অনার্স চতুর্থ বর্ষের সকল পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আজকে আমি মাস্টার্সে ক্লাস করতে এসেছিলাম।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহা. শাহীনুজ্জামান বলেন, 'শিক্ষার্থীরা ছাত্রলীগের পোস্টেড কর্মীকে আমার কাছে ধরে আনে। ছাত্রলীগ কর্মী স্বীকার করেছে তিনি নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিলো। এরপর আমি তাকে থানায় সোপর্দ করেছি। থানা কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নিবে।'

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, 'শিক্ষার্থীরা ওই ছেলেকে থানায় সোপর্দ করে। জানতে পেরেছি সে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পোস্টেড নেতা।'

এস.এম. শাহরীয়ার স্বাধীন/এমটি

সর্বশেষ