প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে হত্যার হুমকি দেয়ার নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তেজগাঁও কলেজ শখার সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মিথুন ঢালীর বিরুদ্ধে জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম।
শনিবার (৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম।
ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিদেশি নাম্বার থেকে মিথুন ঢালী তাকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে হত্যার হুমকি দেয়।
তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাজিরা থানার আইনশৃঙ্খলা অস্থির করার জন্য মিথুন ঢালী জাজিরা থানার নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন। এর ধারাবাহিকতায় ২৯ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলের মাধ্যমে থানা এলাকায় গোপন মহড়া দেওয়া হয়। পরবর্তীতে পুলিশের অভিযানে তিনি কুন্ডেরচরের ফিরোজ খানের বাড়িতে অবস্থান করেন।



























