ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ স্থাপনায় ছাত্রলীগের তালা!
রাজধানী ঢাকায় আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচটি স্থাপনায় তালা ঝুলিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবনে তালাগুলো লাগানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি মাজহারুল কবির শয়ন তার ফেসবুক পেজে এসব ভবনের তালাবদ্ধ ছবি পোস্ট করে লেখেন, '১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। লকডাউন বিএসএল—চারুকলা, আইইআর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল, বিজ্ঞান ভবন।'
একই ছবি শেয়ার করে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম আল আমিন আহমেদ লেখেন, 'দেখে শান্তি পেলাম! ঢাকা বিশ্ববিদ্যালয়ে লকডাউন, বিএসল। ১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন।'
তিনি আরও বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় এ দেশের স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার। এই বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতাবিরোধী শক্তির হাত থেকে রক্ষা করতে হবে। স্বাধীনতার পক্ষের শক্তির অবস্থান নিতে হবে।'
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, 'তালা লাগানোর ঘটনাটি সত্য। সকালে আমরা তালাগুলো খুলে দিয়েছি। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিকিউরিটি অফিসারকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।'
তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে কথা হয়েছে এবং তদন্তের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সদ্য সংবাদ/এমটি



























