গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষ, দম্পতিসহ নিহত ৪
যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে এক দম্পতিসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ডে ঢাকা-খুলনা মহাসড়কে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গার হেলেঞ্চা গ্রামের ওবায়দুর রহমান শেখ (৪৮), মাদারীপুরের কালকিনি উপজেলার রন্ধনপুর গ্রামের মোতালেব পাইক (৭৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬০) এবং একই উপজেলার রেজাউল ইসলামের স্ত্রী রুমা খানম (৩৫)।