বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৬, ২৮ সেপ্টেম্বর ২০২৫

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
ছবি: সদ্য সংবাদ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনায় মাদারীপুরের কালকিনি উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। ওই ঘটনায় একই  পরিবারের সদস্য নুসরাত(৭) নামে এক শিশুকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে একই পরিবারের তিনজন নিহত হওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহতদের পরিবার সূত্রে জানাযায়, উপজেলার রমজানপুর ইউনিয়নে ২ নং ওর্য়াডের বাসিন্দা মোতালেব পাইক তার পরিবারের সদস্যদের নিয়ে আরেক মেয়ের মেয়ের বাড়ী আলফাডাঙ্গায় যাচ্ছিলেন নাতীর বিয়ের অনুষ্ঠানে। পথিমধ্যে গোপালগঞ্জের কাশিয়ানীর মাঝিগাতিতে খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে এসে তাদের  ইজিবাইকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মারা যান মোতালেব পাইক (৭০) তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬০) মাতালেব পাইকের মেয়ে রুমা বেগম (৪০) ও  তাদের সাথে থাকা শিশু নুসরাত (৭) গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। 

নিহত মোতালেব পাইকের বড় ছেলে আলমাছ পাইক কান্নাজড়িত কন্ঠে বলেন, ঘাতক বাস আমার পরিবারের সবাইকে মেরে ফেলল্লো এ ধরনের ঘটনায় আর যেন কোন পরিবারের মায়ের কোল খালি না হয়। আমি এই ঘটনার সুষ্ঠ তদন্ত চেয়ে বিচার দাবী করছি। 

রমজানপুর ইউনিয়নের ২ নং ওর্য়াড, ইউপি সদস্য আলমাছ হোসেন পাইক বলেন, এটি একটি মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। একই পরিবারের তিন সদস্যের মৃত্যুে এলাকায় শোকের ছায়া নেমে আসছে।

সর্বশেষ