বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ২০:৪৬, ২১ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘদিন ধরে স্বামী বিদেশ, গায়ে আগুন দিলেন স্ত্রী

দীর্ঘদিন ধরে স্বামী বিদেশ, গায়ে আগুন দিলেন স্ত্রী
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ঝর্ণা বেগম (৩৬) নামের এক গৃহবধূ শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ঝর্ণা বেগম যুক্তরাষ্ট্রপ্রবাসী সিদ্দিকুর রহমান তালুকদারের স্ত্রী ও দুই সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করায় ঝর্ণা বেগমের সঙ্গে মোবাইল ফোনে প্রায়ই কথাকাটাকাটি হতো। রবিবার সকালে এ নিয়ে ঝগড়ার পর তিনি নিজের রুমের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ধোঁয়া বের হতে দেখে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ জানান, এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ