কোটালীপাড়ায় সাধারণ মানুষদের হয়রানির অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিরীহ ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন—এমন সাধারণ মানুষদের হয়রানি ও গ্রেফতারের অভিযোগ তুলেছে উপজেলা বিএনপি। রোববার (২০ জুলাই) ঘাঘর বাজারের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন স্থানীয় নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারসহ দলের অন্যান্য নেতারা।
এসএম মহিউদ্দিন বলেন, গত ১৬ জুলাই কোটালীপাড়া-পয়সারহাট সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর ওই ঘটনার জেরে কোটালীপাড়া থানা পুলিশ একটি মামলা দায়ের করে, যেখানে ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়। এতে করে সাধারণ মানুষদের অহেতুক হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
আবুল বশার হাওলাদার বলেন, "এ মামলায় অধিকাংশ আসামিই রাজনৈতিকভাবে সম্পৃক্ত নন। এমনকি অনেকে ঘটনাস্থলে উপস্থিতও ছিলেন না। এটি একটি পরিকল্পিত হয়রানি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।"
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার বলেন, “বিক্ষোভের সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। তখন কাউকে আটক না করে এখন ভিডিও ফুটেজ না দেখে নির্বিচারে সাধারণ মানুষদের গ্রেফতার করা হচ্ছে, যা সম্পূর্ণ অমানবিক ও অগ্রহণযোগ্য।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা জনগণের জন্য রাজনীতি করি। জনগণকে হয়রানি করলে সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শেখ ফায়েকুজ্জামান, রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ প্রমুখ।