বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:১০, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ট্রাক-কাভার্ড ভ্যানের ধাক্কায় হেলপার নিহত

ট্রাক-কাভার্ড ভ্যানের ধাক্কায় হেলপার নিহত
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যানের ধাক্কায় কাভার্ড ভ্যানে হেলপার নিহত হয়েছেন। নিহত সীমান্ত যশোরের বেনাপোলের পোটখালী এলাকার মুফিজুর রহমানের ছেলে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এএসআই জয়রাম বিশ্বাস জানান, আজ সকাল ৮টার দিকে খুলনাগামী একটি কাভার্ড ভ্যান সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ভ্যানটির হেলাপর নিহত হন। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ