বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩, ১১ জুলাই ২০২৫

আপডেট: ১৬:০২, ১২ জুলাই ২০২৫

টেনিস তারকাকে গুলি করে হত্যা করলো বাবা 

টেনিস তারকাকে গুলি করে হত্যা করলো বাবা 
ছবি: সংগৃহীত

ভারতের হরিয়ানা রাজ্যে এক মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গেছে দেশটির ক্রীড়াঙ্গন। প্রতিবেশীদের কটূক্তি সহ্য করতে না পেরে স্বয়ং বাবার গুলিতে প্রাণ হারিয়েছেন ২৫ বছর বয়সী জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড় রাধিকা যাদব।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে। পুলিশ জানায়, নিজের লাইসেন্স করা রিভলবার দিয়ে পাঁচটি গুলি ছোড়েন রাধিকার বাবা দীপক যাদব (৫৪)। তিনটি গুলি লাগে মেয়ের শরীরে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রাধিকাকে মৃত ঘোষণা করা হয়।

রাধিকার পরিবার এবং স্থানীয়দের বরাতে জানা গেছে, সম্প্রতি টেনিস একাডেমি পরিচালনার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হওয়ার চেষ্টা করছিলেন রাধিকা। এতে করে স্থানীয় কিছু মানুষ কটূক্তি ছুঁড়তে শুরু করে, যারা দীপককে বারবার শুনিয়ে দিচ্ছিলেন যে, তিনি মেয়ের আয়ে নির্ভর করে জীবন যাপন করছেন।

এ নিয়ে রাধিকাকে একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং একাডেমির কার্যক্রম বন্ধ করতে বলেন দীপক, কিন্তু মেয়ে তাতে রাজি হননি। হতাশাগ্রস্ত দীপক শেষমেশ সহ্য করতে না পেরে গুলি চালান বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

পুলিশ জানায়, গুরগাঁওয়ের সুশান্ত লোক এলাকার বাসিন্দা দীপককে ঘটনার পরই আটক করা হয় এবং তার লাইসেন্স করা পয়েন্ট ৩২ বোরের রিভলবার জব্দ করা হয়। তাকে পরে হত্যার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয় এবং গুরগাঁওয়ের ৫৬ নম্বর সেক্টর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

স্থানীয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি পবন যাদব বলেন, ‘কিছু মানুষ ছোট মানসিকতার। তারা রাধিকাকে সহ্য করতে পারছিল না। তার কোচিং নিয়ে বানানো রিল নিয়েও কটূক্তি করেছে। বাধ্য হয়ে মেয়েটিকে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট বন্ধ করতে হয়।’

টেনিস ক্যারিয়ারে রাধিকা জাতীয় ও আন্তর্জাতিক বহু টুর্নামেন্টে অংশ নিয়েছেন। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের (এআইটিএ) তথ্য অনুযায়ী, অনূর্ধ্ব-১৮ পর্যায়ে তার একক র্যাঙ্কিং ছিল ৩৫তম এবং ডাবলসে ৫৩তম। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনেও (আইটিএফ) তার র্যাঙ্কিং ছিল ১১৩তম। দুই বছর আগে চোট পাওয়ার পর তিনি প্রতিযোগিতামূলক টেনিস থেকে সরে এসে কোচিং ও অনলাইন মাধ্যমে সক্রিয় হন।