বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫০, ১৪ জুলাই ২০২৫

আপডেট: ১৪:৫০, ১৪ জুলাই ২০২৫

নির্বাচন ঠেকাতেই মিটফোর্ডে হত্যা: শামসুজ্জামান দুদু

নির্বাচন ঠেকাতেই মিটফোর্ডে হত্যা: শামসুজ্জামান দুদু
ছবি: সংগৃহীত

মিটফোর্ডে যুবদল কর্মী সোহাগকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি দাবি করেন, এ হত্যাকাণ্ডের পেছনে উদ্দেশ্য ছিল আসন্ন জাতীয় নির্বাচন প্রতিহত করা এবং দেশে গণতন্ত্রের পথ রুদ্ধ করা।

সোমবার ( ১৪ ‍জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ করেন। সভার আয়োজন করা হয় বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে।

শামসুজ্জামান দুদু বলেন, ‘শুধু মিটফোর্ড নয়, চাঁদপুরে মসজিদে ইমামকে মারধর, খুলনায় যুবদল নেতাকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা সবই একটি গভীর ষড়যন্ত্রের অংশ। এর মাধ্যমে দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।’

তিনি দাবি করেন, ‘সোহাগ ছিলেন যুবদলের সক্রিয় কর্মী। তাকে চাঁদাবাজির গল্প বানিয়ে হত্যার মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। এর পরপরই একটি দলের নেতা বলেছেন, দেশে নির্বাচনের পরিবেশ নেই। যারা এভাবে ভোট পেছাতে চায়, তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান করছে।’

ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘অনেকে বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে তারা বাধা দেবে। কিন্তু যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়, তারা ইতিহাসে স্বৈরাচারের সহযোগী হিসেবেই বিবেচিত হবে।’

তিনি দেশের জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘বিএনপি এ দেশের গণতন্ত্রের জন্য অনেক রক্ত দিয়েছে, যা অমূল্য। আজ দেশে গণতন্ত্র স্বৈরাচারের হাতে জিম্মি।’

সমাজ কল্যাণ পরিষদের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, উন্মুক্ত গণতন্ত্র পরিষদের সভাপতি রমিজ উদ্দিন রুমীসহ অন্যান্য নেতৃবৃন্দ।