বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৭, ১৬ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:০৫, ১৬ আগস্ট ২০২৫

দেশে এক চেতনার বদলে আরেক চেতনার উদ্ভব হয়েছে: রিজভী

দেশে এক চেতনার বদলে আরেক চেতনার উদ্ভব হয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে এক চেতনার বদলে আরেক চেতনার উদ্ভব হয়েছে। তিনি বলেন,  ধর্মের নামে নতুন একধরনের চেতনার উত্থান লক্ষ করা যাচ্ছে। একটি নির্দিষ্ট সংগঠনের লোকজন সর্বত্র অবস্থান করে আছে। 

শনিবার (১৬ আগস্ট) প্রেস ক্লাবে এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, জুলাই আন্দোলনে শিশু-কিশোররা আবাবিল পাখির ঝাঁকের মতো রাজপথে নেমে এসেছিল। এর মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি, গণতন্ত্রও মুক্তি পেয়েছে।

এ সময় তিনি প্রশ্ন করেন, যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কেন? তাহলে কি নতুন করে শেখ হাসিনার পুনরাবৃত্তি হচ্ছে?