শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০২, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ১৫:৪৫, ১৮ জুলাই ২০২৫

সামনে আরেকটি লড়াই আসছে, আমরা প্রস্তুত : নাহিদ ইসলাম

সামনে আরেকটি লড়াই আসছে, আমরা প্রস্তুত : নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

সামনে আরও একটি গুরুত্বপূর্ণ লড়াই অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৮ জুলাই) মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জানি সামনে আমাদের আরেকটি লড়াই আসছে। আমরা সেই লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের অনেক ফ্রন্টে লড়াই করতে হবে।’

তিনি বলেন, ‘মুজিববাদ ও ফ্যাসিবাদ যতদিন না শেষ হবে, ততদিন আমাদের পথ চলা থামবে না। গোপালগঞ্জে যে হামলা হয়েছে, দেশের আরও ১০ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না। আমরা আজ ওয়াদা করতে এসেছি এবং সেই ওয়াদা নিতে এসেছি।’

আসন্ন আন্দোলনের জন্য নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু করেছি, তা থামানো যাবে না। এই লড়াইয়ের কোনো বিকল্প নেই।’

মুন্সীগঞ্জবাসীর উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘নদীভাঙন ও নদীদূষণ থেকে আপনাদের রক্ষা করব। মুন্সীগঞ্জের বহু মানুষ বিদেশে আছেন, তাদের অনেকেই অবমূল্যায়নের শিকার। আমরা তাদের ভোটাধিকার আদায়ের পক্ষে কথা বলছি, কারণ প্রবাসীরাও বাংলাদেশের অংশ।’

তিনি আরও বলেন, ‘মুন্সীগঞ্জ একটি মহৎ ও প্রতিবাদী জনপদ, যেখান থেকে অনেক গৌরবময় মানুষ জন্ম নিয়েছেন। আমরা ইদ্রাকপুর ও বিক্রমপুরের গৌরবকে ধারণ করে এই জেলা এগিয়ে নিতে চাই। কিন্তু আজ এই জেলায় অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি ও সন্ত্রাস চলছে। পদ্মা-মেঘনার দাপটে নদীভাঙন অব্যাহত। এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মুন্সীগঞ্জ মাথা উঁচু করে দাঁড়াতে চায়, সেই প্রত্যয়েই আমরা এগিয়ে যাচ্ছি।’