শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

|১৩ ভাদ্র ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৬, ২৫ আগস্ট ২০২৫

আপডেট: ১২:৪৭, ২৫ আগস্ট ২০২৫

দেশ এখন স্থিতিশীল, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা

দেশ এখন স্থিতিশীল, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

দেশ এখন স্থিতিশীল ও নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের নৈতিক দায়িত্ব হলো রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের বন্ধ করা। ২০১৭ সালে রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দেয়া হয়েছিলো।

মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মির নির্যাতনে থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে ৭ দফা প্রস্তাব দেয়া হয়েছে।

সর্বশেষ