শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ১২ জুলাই ২০২৫

সৌদি আরবে গড়ে প্রতিদিন ১৫৭টি  বিবাহবিচ্ছেদ

সৌদি আরবে গড়ে প্রতিদিন ১৫৭টি  বিবাহবিচ্ছেদ

সৌদি আরবে বিবাহবিচ্ছেদের হার উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছর এখন পর্যন্ত ৫৭ হাজার ৫৯৫টি বিবাহবিচ্ছেদের ঘটনা রেকর্ড হয়েছে। গড়ে প্রতিদিন ১৫৭টি করে বিচ্ছেদ ঘটছে, অর্থাৎ প্রতি নয় মিনিটে একটি বিবাহবিচ্ছেদ হচ্ছে। দেশটির আইন মন্ত্রণালয়ের প্রকাশিত এক পরিসংখ্যানের ভিত্তিতে আজ শনিবার (১২ জুলাই) গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, বিচ্ছেদের ৬৫ শতাংশেরও বেশি ঘটেছে বিয়ের প্রথম বছরের মধ্যেই। অর্থাৎ, নতুন দাম্পত্যজীবনে প্রবেশের পর খুব অল্প সময়ের মধ্যেই অধিকাংশ দম্পতির সম্পর্ক ভেঙে যাচ্ছে।

বিশ্লেষণে আরও দেখা গেছে, এ বছর নিবন্ধিত মোট বিবাহের ১২ দশমিক ৬ শতাংশই বিচ্ছেদে গড়িয়েছে। বিচ্ছেদের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে আল বাহা অঞ্চল, যেখানে বিচ্ছেদের হার ৩৬ শতাংশ। এরপর রয়েছে রিয়াদে ২১ দশমিক ৭ শতাংশ এবং হাইল অঞ্চলে ১৯ দশমিক ২ শতাংশ বিচ্ছেদ রেকর্ড হয়েছে।

সমাজ বিশেষজ্ঞ আহমেদ আল নাজারের মতে, দাম্পত্য সম্পর্কে সঠিক ধারণার অভাব ও মানসিক প্রস্তুতির ঘাটতি এই প্রবণতার অন্যতম কারণ। অতিরিক্ত বিয়ের খরচ, তাড়াহুড়ো করে সঙ্গী নির্বাচন, পরিবারের অতিরিক্ত হস্তক্ষেপ এবং প্রেমের সম্পর্কে থাকা অবস্থায় সঙ্গীর আচরণ বিয়ের পর বদলে যাওয়া—এসবও বিবাহবিচ্ছেদের পেছনে বড় ভূমিকা রাখছে।

আল নাজার মনে করিয়ে দেন, বিয়ে কেবল একদিনের উৎসব বা মধুচন্দ্রিমা নয়, এটি একটি দীর্ঘমেয়াদী জীবনযাত্রার অংশ, যার জন্য পরিপক্বতা, কার্যকর যোগাযোগ এবং বাস্তবসম্মত প্রত্যাশা থাকা জরুরি। এসব উপাদানের অভাবেই আজকের অনেক সম্পর্ক ভেঙে পড়ছে।