‘কোরআনের কসম, বিজেপির সঙ্গে কোন আঁতাত করিনি’
বিজেপির সঙ্গে জোট গঠনের অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, 'পবিত্র কোরআনের শপথ নিয়ে স্পষ্ট করে বলছি, ২০২৪ সালে রাজ্যের স্বায়ত্তশাসন ফিরিয়ে আনার জন্য বা অন্য কোনো কারণে আমি বিজেপির সঙ্গে জোট করতে চাইনি। জীবিকা নির্বাহের জন্য মিথ্যা বলার মতো কাজ আমি করি না।’
রোববার (৯ নভেম্বর) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশিত একটি পোস্টে এসব বলেন ওমর আবদুল্লাহ।
রাজ্যটির বিরোধী দলীয় নেতা সুনীল শর্মা শর্মা দাবি করেছিলেন, ওমর আবদুল্লাহ দিল্লিতে গিয়ে রাজ্যের স্বায়ত্তশাসন পুনঃপ্রাপ্তির শর্তে বিজেপির সঙ্গে জোট করার প্রস্তাব দিয়েছিলেন।
সুনীল শর্মা এক নির্বাচনী সভায় বলেন, ‘২০২৪ সালে তিনি (ওমর আব্দুল্লাহ) দিল্লিতে গিয়ে প্রস্তাব দেন, যদি রাজ্যের পূর্ণ মর্যাদা ফেরানো হয়, তবে বিজেপির সঙ্গে সরকার গঠনে রাজি আছেন। তবে বিজেপির তরফ থেকে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়।’
তিনি আরও বলেন, ‘যদি তিনি সত্যবাদী হন, তাহলে কোরআন হাতে নিয়ে শপথ দিয়ে বলুন, তিনি কোনো গোপন আলোচনায় যাননি। আমরা প্রস্তুত, যেখানেই বলুন, শপথ নিতে রাজি।’
সম্প্রতি, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে সমালোচনা করে বলেন, 'একমাত্র আমাদের দল ন্যাশনাল কনফারেন্সই জম্মু ও কাশ্মিরে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে।'
সদ্য সংবাদ/এমটি



























