বিমানের উড্ডয়নের সময় বাতাসের টানে মৃত্যু

ইতালির মিলান বার্গামো বিমানবন্দরে উড্ডয়নের মুহূর্তে এক ব্যক্তি দৌড়ে রানওয়েতে প্রবেশ করে বিমানটির ইঞ্জিনে টেনে গিয়ে নিহত হয়েছেন। ভয়াবহ এই ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে, যখন একটি ফ্লাইট স্পেনের আস্তুরিয়াসের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। খবর সিএনএন-এর।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা জানান, বিমানটি টেকঅফের ঠিক আগমুহূর্তে ওই ব্যক্তি হঠাৎ দৌড়ে টারমাকে প্রবেশ করেন। তখন বিমানের ইঞ্জিন চালু ছিল, এবং তার সৃষ্ট তীব্র বাতাসে আকৃষ্ট হয়ে ব্যক্তি ইঞ্জিনের ভেতরে ঢুকে পড়েন, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্প্যানিশ বিমান সংস্থা ভোলোটিয়া জানিয়েছে, নিহত ব্যক্তি বিমানের কোনো যাত্রী কিংবা এয়ারলাইনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ নন। বিমানে থাকা ১৫৪ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য সবাই নিরাপদ রয়েছেন এবং মানসিক সহায়তা দেওয়া হচ্ছে।
বিমানবন্দর সূত্র জানায়, কীভাবে ওই ব্যক্তি নিরাপত্তা বেষ্টনী ভেঙে রানওয়েতে প্রবেশ করলেন, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং পুলিশ মন্তব্য করতে রাজি হয়নি।
এই ঘটনায় মিলান বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকলেও দুপুরের পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।