গাজায় চালানো আগ্রাসনকে ‘মুক্তিযুদ্ধ’ করার প্রস্তাব নেতানিয়াহুর!
হামাসের সঙ্গে চলমান সংঘাতকে আনুষ্ঠানিকভাবে ‘ওয়ার অব রিডেম্পশান’ বা বাংলায় ‘মুক্তির যুদ্ধ’ নামে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, রোববার (১৯ অক্টোবর) তিনি এ ঘোষণা দেন। ইসরাইলি গণমাধ্যম আই টোয়েন্টিফোর নিউজ এ খবর জানিয়েছে।
জেরুজালেমে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, ‘আজ আমি সরকারের কাছে যুদ্ধের স্থায়ী নামকরণের প্রস্তাব জমা দিচ্ছি, মুক্তির যুদ্ধ,’ তিনি যোগ করেন, ৭ অক্টোবরের বিপর্যয়ের দুই বছর পর আমরা সেই বিপর্যয় থেকে উঠে এসেছি।
Prime Minister Benjamin Netanyahu, at the start of the Government today:
— Prime Minister of Israel (@IsraeliPM) October 19, 2025
"Today, I am submitting for Government approval the proposal to give the war a permanent official name: 'The War of Redemption'.https://t.co/1sDrA3VCkQ pic.twitter.com/MPOnxcOHsH
নেতানিয়াহু বলেছেন, ‘এই নামকরণ হামাসের ভয়াবহ আক্রমণ এবং পরবর্তী যুদ্ধের পর ইসরাইলের ঘুরে দাঁড়ানোর প্রতিফলন,’ তিনি আরও জানান, সরকার শীঘ্রই যুদ্ধে অংশ নেওয়া সৈন্যদের ‘বীরত্বের খেতাব’ প্রদানের সিদ্ধান্ত নেবে।
দখলদার প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ‘আগের যুদ্ধগুলোর মতো, এই অলঙ্করণগুলোর আনুষ্ঠানিক নাম মুক্তির যুদ্ধ থাকবে, আমরা নতুন শক্তি নিয়ে উঠেছি, আমাদের শত্রুদের প্রতিহত করেছি এবং ইরানি অক্ষের অস্তিত্বগত হুমকি দূর করেছি।’
একই সময়ে, ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে, রোববার গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলি সেনাবাহিনী আবারও হামলা শুরু করেছে, এতে হতাহতের খবর পাওয়া গেছে।



























