রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৫, ১০ অক্টোবর ২০২৫

ট্রাম্প পরিকল্পনায় ইসরাইলের অনুমোদন, ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ট্রাম্প পরিকল্পনায় ইসরাইলের অনুমোদন, ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

গাজায় দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরাইলের মন্ত্রিসভা। আর এই পরিকল্পনায় সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্থানীয় সময় রাতে মন্ত্রিসভার বৈঠকে বসেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

বৈঠক শেষে তিনি বলেন, 'আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতির পথে। আমাদের প্রধান লক্ষ্য ছিল জিম্মিদের মুক্ত করা, এবং আমরা সেটি অর্জনের দ্বারপ্রান্তে।'

ইসরাইল সরকারের মুখপাত্র জানান, ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং ৭২ ঘণ্টার মধ্যে বন্দি বিনিময় সম্পন্ন হবে। একইসঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের নিশ্চয়তা দিয়েছে হামাস। সংগঠনটির প্রতিনিধি খলিল আল হাইয়া জানিয়েছেন, “আমরা আগ্রাসনের অবসান ঘটাতে চুক্তিতে পৌঁছেছি। মার্কিন প্রশাসন নিশ্চিত করেছে, যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ হচ্ছে।”

পরিস্থিতি পর্যবেক্ষণ ও সহায়তার জন্য ইসরাইলে ২০০ মার্কিন সেনা পাঠানো হচ্ছে। তারা মানবিক সহায়তা, লজিস্টিক ও নিরাপত্তা সমন্বয়ের কাজে যুক্ত থাকবে।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিরতির পর গাজায় প্রথম ৬০ দিনের মধ্যে দুই লাখ পরিবারকে খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজায় শান্তির নতুন সম্ভাবনা দেখা দিলেও, এর স্থায়িত্ব নিয়েই এখন প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ