জেন জিদের দাবি মেনে ‘দুর্নীতি বন্ধের’ অঙ্গীকার কার্কির

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতি দমনের জন্য বিক্ষোভকারীদের দাবি মেনে চলার অঙ্গীকার করেছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী।
বার্তাসংস্থা এএফপি জানায়, জেন-জি বিক্ষোভে রাজনৈতিক পালাবদলের পর কার্কি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি আজ রোববার থেকে তার কাজ শুরু করেছেন।
৭৩ বছর বয়সী কার্কি তার প্রথম প্রকাশ্য বক্তব্যে বলেন, আমাদের জেন জি প্রজন্মের চিন্তাভাবনা ও প্রত্যাশার প্রতিফলন করতে হবে। তারা যা চাইছে, তা হল দুর্নীতির অবসান, সুশাসন এবং অর্থনৈতিক সমতা। আপনাকে এবং আমাকে একসাথে এই লক্ষ্য পূরণের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে।'
কার্কি আরও বলেন, তিনি ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাসের বেশি স্থায়ী হবে না। আগামী ৫ মার্চ ২০২৬ সালেই নেপালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।