নেপালে সুশীলা কার্কির পদত্যাগের দাবিতে জেন-জিদের বিক্ষোভ
নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবিতে আবারও রাজপথে নেমেছে জেন-জি তরুণরা। রাজধানী কাঠমাণ্ডুর বালুওয়াটারে প্রধানমন্ত্রী সুশীলা কার্কির বাসভবনের সামনে রবিবার রাতে বিক্ষোভ ও স্লোগান দেন তারা। আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুংয়ের নেতৃত্বে তারা স্লোগান দিতে থাকেন। তারা বলেন, মন্ত্রিসভা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। এ কারণে তারা প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগও দাবি করেন।