বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৫:১৩, ১১ সেপ্টেম্বর ২০২৫

ইসরাইলি অভিযানে ফিলিস্তিনি মেয়রসহ আটক ৪

ইসরাইলি অভিযানে ফিলিস্তিনি মেয়রসহ আটক ৪

পশ্চিমতীরের জেনিন প্রদেশের সিলাত আল-জাহর শহরে অভিযান চালিয়ে মেয়রসহ চারজনকে আটক করেছে ইসরাইলি দখলদার বাহিনী (আইওএফ)। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সূ্ত্রে জানা যায়, আইওএফ সিলাত আল-জাহরে অভিযান চালিয়ে মেয়র আবদুল ফাত্তাহ আবু আলি সহ আরও কয়েকজনের বাড়িতে হামলা চালিয়ে তাদের আটক করে। এছাড়া, জেনিন প্রদেশের দক্ষিণে জাবা’ শহরে অভিযান চালিয়ে যায়েদ কানানকে গ্রেপ্তার করে।

এদিকে, জেনিনের পশ্চিমে অবস্থিত কাফর দান শহরেও ইসরাইলি সেনারা অভিযান চালায়। সেখানে তারা সড়কে তাদের গাড়ি মোতায়েন করে নাগরিকদের যানবাহন তল্লাশি চালায় এবং বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়ামেন মারই ও মোহাম্মদ আজ্জাম মারইকে আটক করে।