বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১১:১৮, ২১ আগস্ট ২০২৫

মানবিক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই

মানবিক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই
ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী ‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে পরিচিত মার্কিন বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই। অগ্ন্যাশয়ের ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

গত বুধবার (২০ আগস্ট) তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানানো হয়, দীর্ঘ ও সাহসী লড়াইয়ের পর তিনি শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন। পোস্টে বলা হয়, মানবিকতা, নম্রতা ও মানুষের কল্যাণে অটল বিশ্বাসের জন্যই তিনি সবার কাছে প্রিয় হয়ে উঠেছিলেন।

তার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ফ্রাঙ্ক ক্যাপ্রিও কেবল একজন সম্মানিত বিচারক নন, তিনি ছিলেন আদর্শ স্বামী, স্নেহময় পিতা, দাদা, প্রপিতামহ এবং অসংখ্য মানুষের প্রিয় বন্ধু। ছেলে ডেভিড ক্যাপ্রিও জানান, ২০২৩ সালে তার ক্যান্সার ধরা পড়ে। মৃত্যুর সময় পরিবার ও ঘনিষ্ঠজনেরা পাশে ছিলেন।

মানবিক রায়ে সাধারণ মানুষের মন জয় করা ক্যাপ্রিও জনপ্রিয় হয়ে ওঠেন মূলত টেলিভিশন শো  ‘কট ইন প্রভিডেন্স’–এর মাধ্যমে। ট্রাফিক ও পার্কিং মামলার শুনানিতে তিনি মানুষের গল্প মনোযোগ দিয়ে শুনতেন এবং দয়া ও সহানুভূতিতে ভরা রায় দিতেন। এই অনুষ্ঠানটি ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সম্প্রচারিত হয় এবং ব্যাপক জনপ্রিয়তা পায়। এমনকি এমি অ্যাওয়ার্ডের মনোনয়নও পায় শোটি। এর বহু ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে তাকে বিশ্বব্যাপী পরিচিত করে তোলে।

ক্যাপ্রিও ১৯৮৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্স শহরের মিউনিসিপ্যাল আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জীবনের শেষ দিকে তিনি নিজের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন একটি বই ‘কমপ্যাশন ইন দ্য কোর্ট: লাইফ চেঞ্জিং স্টোরিজ ফ্রম আমেরিকাস নাইসেস্ট জাজ’। বইটি পাঠকদের অনুপ্রাণিত করেছে তার মানবিক বিচারদৃষ্টিভঙ্গির গল্পে।

২০২৩ সালের ৬ ডিসেম্বর তিনি প্রকাশ্যে জানান, তার প্যানক্রিয়াটিক ক্যান্সার ধরা পড়েছে। তখনই ভক্তদের উদ্দেশে লিখেছিলেন, ‘আমার জন্য দোয়া করুন... আপনাদের সহায়তা আমাকে এই লড়াইয়ে শক্তি দেবে।’

সর্বশেষ