সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল আটটার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, সকাল আটটার কিছু পরেই ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে এবং পরে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।