বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৯:২৪, ৩১ আগস্ট ২০২৫

বেগম জিয়াকে সাজা দেওয়া বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ

বেগম জিয়াকে সাজা দেওয়া বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ড. মো. আখতারুজ্জামান অনিয়মের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন। রোববার (৩১ আগস্ট) তিনি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

অনিয়মের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে তলব করেছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। গত ১ জুলাই সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয় তাকে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই পদত্যাগপত্র জমা দেন বিচারপতি আখতারুজ্জামান।

এর আগে গত ২৩ মার্চ রাষ্ট্রপতির নির্দেশে তার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়। অভিযোগের প্রেক্ষিতে ২০২৪ সালের ১৬ অক্টোবর প্রধান বিচারপতি ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান এবং তাদের বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নেন। ওই তালিকায় ছিলেন বিচারপতি আখতারুজ্জামানও।

তদন্তের দায়িত্বে থাকা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পরবর্তীতে তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ যাচাই-বাছাই করে। এর ধারাবাহিকতায় তাকে ব্যাখ্যা দিতে ডাকা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে ড. আখতারুজ্জামান বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন। একই মামলায় খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও কয়েকজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল।

সর্বশেষ