মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|১২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফরিদা আখতার
সরকারে আস্থার সঙ্কট, তত্ত্বাবধায়কের আদলে ভূমিকার দাবি
জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে: ড. মুহাম্মদ ইউনূস
সালমান শাহ হত্যা মামলায় সামিরা হক ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বিএনপি ৩ বছর আগেই সংস্কার শুরু করেছে: মঈন খান
মাহফুজ তার বক্তব্যে প্রমাণ করেছেন, তিনি ওই পদের যোগ্য নন : মাসুদ কামাল
দীর্ঘ লড়াই শেষে প্রাথমিকের ৪৫ প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে
রাজশাহীর বাঘায় চর দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২
প্রিজন ভ্যানে ওঠার পর দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু
ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনবে বিএনপি: আমীর খসরু
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৯, ২০ আগস্ট ২০২৫

২১ আগস্ট গ্রেনেড হামলা

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি আজ

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি আজ
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্য আসামির দণ্ড ও খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (২০ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৬ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি শুরু হয়।

এর আগে, গতকালকে বুধবার এ মামলার বিষয়ে আংশিক শুনানি হয়। সেই ধারাবাহিকতায় আজকের দিনটি পুনরায় শুনানির জন্য নির্ধারণ করেন আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। অন্যদিকে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের পক্ষে শুনানিতে অংশ নিচ্ছেন অ্যাডভোকেট এস এম শাহজাহান এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

গুরুত্বপূর্ণ এই মামলার শুনানি উপলক্ষে আদালতে বিএনপির সিনিয়র আইনজীবীরাও উপস্থিত রয়েছেন। তাঁদের মধ্যে আছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আরও অনেকে।

এর আগে গত ৩১ জুলাই এই আপিল শুনানির দ্বিতীয় দিন শেষ হয়েছিল। প্রায় ১৯ দিন পর মঙ্গলবার সকালে মামলার কার্যক্রম পুনরায় শুরু হলো।

প্রসঙ্গত, চলতি বছরের ১২ জানুয়ারি বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন। সেই খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আপিল করে, যার শুনানি বর্তমানে চলমান রয়েছে।