২১ আগস্ট গ্রেনেড হামলা
তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি আজ

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্য আসামির দণ্ড ও খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (২০ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৬ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি শুরু হয়।
এর আগে, গতকালকে বুধবার এ মামলার বিষয়ে আংশিক শুনানি হয়। সেই ধারাবাহিকতায় আজকের দিনটি পুনরায় শুনানির জন্য নির্ধারণ করেন আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। অন্যদিকে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের পক্ষে শুনানিতে অংশ নিচ্ছেন অ্যাডভোকেট এস এম শাহজাহান এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
গুরুত্বপূর্ণ এই মামলার শুনানি উপলক্ষে আদালতে বিএনপির সিনিয়র আইনজীবীরাও উপস্থিত রয়েছেন। তাঁদের মধ্যে আছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ আরও অনেকে।
এর আগে গত ৩১ জুলাই এই আপিল শুনানির দ্বিতীয় দিন শেষ হয়েছিল। প্রায় ১৯ দিন পর মঙ্গলবার সকালে মামলার কার্যক্রম পুনরায় শুরু হলো।
প্রসঙ্গত, চলতি বছরের ১২ জানুয়ারি বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন। সেই খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আপিল করে, যার শুনানি বর্তমানে চলমান রয়েছে।