রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:২১, ১৭ জুলাই ২০২৫

পাকিস্তানে অতিবৃষ্টিতে নিহত ৫৪ 

পাকিস্তানে অতিবৃষ্টিতে নিহত ৫৪ 
ছবি: ইন্টারনেট

পাকিস্তানে চলমান মৌসুমি বৃষ্টিপাতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৫৪ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, এ নিয়ে জুনের শেষ দিক থেকে শুরু হওয়া বর্ষায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল প্রায় ১৮০ জনে।

বিশেষ করে পাঞ্জাব প্রদেশে টানা বৃষ্টিপাতে জনজীবন চরমভাবে ব্যাহত হয়েছে। বুধবার সকাল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাত এখনও থামেনি। এতে নগরভিত্তিক জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। রাজধানী ইসলামাবাদের পাশের শহর রাওয়ালপিন্ডির একটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায়, নদীসংলগ্ন এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে এনডিএমএর একজন মুখপাত্র জানান, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ৫৪ জনের মৃত্যু ও ২২৭ জন আহত হয়েছেন। প্রাণহানির বড় অংশই ঘটেছে পাঞ্জাব প্রদেশে। ২৬ জুন থেকে চলমান মৌসুমি বৃষ্টিতে এখন পর্যন্ত ৭০ শিশুসহ প্রাণ হারিয়েছেন প্রায় ১৮০ জন এবং আহত হয়েছেন অন্তত ৫০০ জন।

রাওয়ালপিন্ডি প্রশাসন বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভারী বর্ষণ শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সরকারিভাবে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের প্রয়োজনীয় খাদ্য, পানি ও ওষুধ তিন থেকে পাঁচ দিনের জন্য মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ভয়াবহ বর্ষণে পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা পানিতে ডুবে গিয়েছিল এবং প্রাণ হারিয়েছিলেন অন্তত ১,৭০০ জন। এবারের দুর্যোগ অনেকের কাছেই সেই স্মৃতিকে নতুন করে মনে করিয়ে দিচ্ছে।

সূত্র: এএফপি