সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যান হতে পারে: মার্কিন দূতাবাস

এফ, এম ও জে ক্যাটাগরির মার্কিন ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থী ও এক্সচেঞ্জ কর্মসূচির অংশগ্রহণকারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
বৃহস্পতিবার (১০ জুলাই) দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, ভিসা আবেদনকারীদের অবশ্যই ডিএস-১৬০ ফর্মে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
বার্তায় আরও বলা হয়, আবেদনকারীরা যে সব তথ্য দেন, সেগুলো সঠিক ও সত্য বলে স্বীকার করে তবেই ফর্মে স্বাক্ষর করেন ও তা জমা দেন। যদি কেউ ইচ্ছাকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত তথ্য গোপন করেন, তাহলে তার ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে। এমনকি ভবিষ্যতে মার্কিন ভিসার জন্য অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকিও তৈরি হয়।