মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে ভিসা জালিয়াতির মাধ্যমে প্রবেশের সময় ১৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। সোমবার (২৮ জুলাই) দুপুরে কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে (KIA) যৌথভাবে এই অভিযান চালায় সারাওয়াক ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (GIM) এবং সারাওয়াক মনিটরিং অ্যান্ড ইনফোর্সমেন্ট ইউনিট (UPIKP)।
কর্তৃপক্ষ জানায়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা ফ্লাইটে ওই ১৫ জন বাংলাদেশি কুচিংয়ে পৌঁছান দুপুর ১২টা ৫০ মিনিটে। বিমানবন্দরে নামার পরপরই তাদের সন্দেহজনক কাগজপত্র ও পাসপোর্ট পরীক্ষা করে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিদের পাসপোর্টে থাকা ইমিগ্রেশন স্ট্যাম্প ছিল জাল। মালয়েশিয়ার অভিবাসন সিস্টেমে তাদের কোনো রেকর্ডও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বাংলাদেশি একটি চক্রের মাধ্যমে তারা এই জাল কাগজপত্র ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন।
আটকদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, মালয়েশিয়ায় প্রবেশের জন্য তারা বাংলাদেশি একটি সিন্ডিকেট বা এজেন্সিকে জনপ্রতি ১৮ থেকে ২০ হাজার রিংগিত পরিমাণ অর্থ দিয়েছেন।
বর্তমানে আটককৃতদের মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর আওতায় তদন্তের জন্য সেমুজা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।
এদিকে মালয়েশিয়া অভিবাসন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ভিসা জালিয়াতি ও অবৈধ অনুপ্রবেশ রোধে সারাদেশজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। এমন অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।