শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৫, ২৫ জুলাই ২০২৫

আপডেট: ১০:৩৬, ২৫ জুলাই ২০২৫

১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
ছবি: সংগৃহীত

প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ১২৩ বাংলাদেশিসহ মোট ১৯৮ জন বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। পর্যাপ্ত অর্থ না থাকা, আবাসনের ব্যবস্থা না থাকা এবং ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্ট হওয়াসহ বিভিন্ন কারণে তাদের দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি।

মালয়েশিয়ার গণমাধ্যম মালয় মেইল–এর প্রতিবেদনে বলা হয়, কেএলআইএ টার্মিনাল ১ থেকে আটক হওয়া ১২৮ জনের মধ্যে রয়েছেন ১২৩ জন বাংলাদেশি, দুইজন পাকিস্তানি, দুইজন ইন্দোনেশিয়ান ও একজন সিরীয় নাগরিক।

অন্যদিকে টার্মিনাল ২ থেকে ফেরত পাঠানো ৭০ জনের মধ্যে রয়েছেন ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি এবং দুইজন ভিয়েতনামি নাগরিক।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন জানান, যাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে, তাদের ‘নট টু ল্যান্ড’ পদ্ধতির আওতায় ফেরত পাঠানো হবে এবং এ দায়িত্ব বহন করবে সংশ্লিষ্ট বিমানসংস্থাগুলো।

তিনি আরও বলেন, মালয়েশিয়াকে অবৈধ প্রবেশের জন্য ব্যবহৃত ট্রানজিট হাবে পরিণত হতে না দেওয়ার লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে, চলতি মাসের ১১ তারিখেও কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

সম্পর্কিত বিষয়: