শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ১৯ জুলাই ২০২৫

বিএনপিকে খেপিয়ে মাঠে টিকবেন কীভাবে: ইলিয়াস হোসেন

বিএনপিকে খেপিয়ে মাঠে টিকবেন কীভাবে: ইলিয়াস হোসেন
ছবি: সংগৃহীত

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন, আওয়ামী লীগ দেশে নেই, তারপরও তাদের সামলাতে হিমশিম খাচ্ছেন; বিএনপিকে খেপিয়ে রেখে রাজনৈতিক মাঠে টিকে থাকা কীভাবে সম্ভব, তা নিয়ে তিনি সন্দিহান।

শনিবার (১৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।

ইলিয়াস হোসেন লেখেন, ‘সমন্বয়ক সাহেবেরা এত চটে গেলেন কেন? বিএনপির চাঁদাবাজির কথা আমরাও বলছি। কিন্তু আপনারা জিয়াউর রহমান, খালেদা জিয়া—কাউকেই ছাড় দিচ্ছেন না। ঘটনা কী?’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ তো দেশে নেই। তারপরও তাদেরই সামলাতে পারেন না; আর বিএনপিকে খেপিয়ে রেখে কীভাবে মাঠে টিকে থাকবেন, সেটাই বুঝতে পারছি না।’

স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘তারপরও দোয়া থাকলো, এগিয়ে যান।’