বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য বিনোদন

প্রকাশিত: ১৪:৩৭, ১৫ জুলাই ২০২৫

‘ময়না’ দিয়ে নতুন রূপে ফিরছেন বুবলী

‘ময়না’ দিয়ে নতুন রূপে ফিরছেন বুবলী
ছবি: সংগৃহীত

একের পর এক নতুন চমক নিয়ে ঢাকাই চলচ্চিত্রে ফিরছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। এবার সিনেমার গণ্ডি পেরিয়ে তিনি হাজির হচ্ছেন গানের ভিডিওতেও। ‘ময়না’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে নতুন এক রূপে দেখা যাবে এই তারকাকে।

গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। সম্প্রতি রাজধানীর বিএফডিসিতে এর শুটিং সম্পন্ন হয়েছে। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, কণ্ঠ দিয়েছেন কোনাল এবং সুর-সংগীত পরিচালনা করেছেন কলকাতার আকাশ সেন। ‘ময়না’ গানটি শিগগিরই গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশ পাবে।

গানের ভিডিওর জগতে ‘ময়না’ দিয়ে বুবলীর নতুন যাত্রা শুরু হলেও, বড় পর্দায় তার আরও তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে রয়েছে রাখাল সবুজ পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘সর্দার বাড়ির খেলা’, জাহিদ জুয়েলের ‘পিনিক’ এবং রাশেদা আক্তারের পরিচালনায় ‘শাপলা শালুক’।

নতুন মাধ্যম আর বৈচিত্র্যময় উপস্থিতির মাধ্যমে বুবলী যেন আরও একবার প্রমাণ করছেন। তিনি ফিরে এসেছেন সম্পূর্ণ নতুনভাবে।