জীবনের সঙ্গে বুবলীর নতুন কেমিস্ট্রি
অভিনেত্রী শবনম বুবলী এবার হাজির হচ্ছেন ভিন্ন এক রূপে। সিনেমায় বিভিন্ন গানে তাকে কোমর দুলাতে দেখা গেলেও এবার প্রথমবারের মতো তিনি কাজ করলেন একটি মিউজিক ভিডিওতে। ‘ময়না’ শিরোনামের এ গানে তার সঙ্গে পারফর্ম করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। সম্প্রতি এফডিসিতে বিশাল সেট নির্মাণ করে হয়েছে ভিডিওটির শুটিং। এটি ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান, যেটি মুক্তি পাবে আগামী ২৪ জুলাই।