অপুদি আমাকে বোন ডাকে, তাই বলে বুবলীকে এড়িয়ে চলব কেন?

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ রুবাইয়াত ফাতিমা তনি। নারী উদ্যোক্তা ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে অল্প সময়েই বেশ জনপ্রিয়তা পেয়েছেন। ফ্যাশন আইটেম ও শাড়ির ব্যবসা নিয়ে তার ব্যস্ততা যেমন রয়েছে, তেমনি দেশের বিনোদন জগতের তারকাদের সঙ্গেও রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক।
বিশেষ করে ঢাকাই সিনেমার দুই শীর্ষ অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে তনির সম্পর্ক ঘিরে নানা সময়ে নানামুখী গুঞ্জন ছড়িয়েছে। অপু-বুবলীর পুরোনো দ্বন্দ্বের পটভূমিতে দুই তারকার সঙ্গে তনির সমান যোগাযোগ অনেকের কৌতূহলের জন্ম দিয়েছে।
সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকারে তনি স্পষ্ট করে বলেন, ‘বুবলী আপুর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সমস্যা নেই। উনি আমাদের শোরুমের পাশে শপিংয়ে এসেছিলেন। তখন উনার সঙ্গে দেখা হলে স্বাভাবিকভাবেই সৌজন্যমূলক কথা হয়েছে। এটাকে সমস্যা হিসেবে দেখার কিছু নেই।’
অপু বিশ্বাস প্রসঙ্গে তনি জানান, ‘অপুদি আমাকে বোন ডাকে। ওনার সঙ্গে আমার গভীর সম্পর্ক থাকলেও, তার মানে এই নয় যে বুবলী আপুকে এড়িয়ে চলব। সম্পর্ক মানে তো বিভাজন না, বরং ভদ্রতা ও আন্তরিকতা।’
তনি আরও বলেন, ‘আমার বার্থডে উপলক্ষে অপুদি বোরকা পরে আমার শোরুমে এসেছিলেন। কিন্তু কিছু লোক এটা নিয়ে রিউমার ছড়িয়েছে। বলেছে, বুবলী না থাকায় আমি নাকি পক্ষপাত দেখিয়েছি! আসলে এসব ভিত্তিহীন আলোচনা করে কিছু মানুষ শুধু বিভ্রান্তি ছড়ায়।’
এদিকে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশা হকের সঙ্গে তনির পুরোনো দ্বন্দ্ব নিয়েও সংবাদ হয়েছিল। সে সময় বুবলী বলেন, ‘তনির সঙ্গে আমার দেখা বা পরিচয় নেই, কিন্তু আমি কাউকে ছোট করে দেখিনা। যারা ইনফ্লুয়েন্সার, তারা সবাই পরিশ্রমী।’