জীবনের সঙ্গে বুবলীর নতুন কেমিস্ট্রি

অভিনেত্রী শবনম বুবলী এবার হাজির হচ্ছেন ভিন্ন এক রূপে। সিনেমায় বিভিন্ন গানে তাকে কোমর দুলাতে দেখা গেলেও এবার প্রথমবারের মতো তিনি কাজ করলেন একটি মিউজিক ভিডিওতে। ‘ময়না’ শিরোনামের এ গানে তার সঙ্গে পারফর্ম করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। সম্প্রতি এফডিসিতে বিশাল সেট নির্মাণ করে হয়েছে ভিডিওটির শুটিং। এটি ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান, যেটি মুক্তি পাবে আগামী ২৪ জুলাই।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনালের কণ্ঠে গানটি। সুর-সংগীত করেছেন কলকাতার সংগীত পরিচালক আকাশ সেন, কথা লিখেছেন আসিফ ইকবাল। কোনালের সঙ্গে গানে আরও কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার।
গানটি প্রকাশ করবে গানচিল মিউজিক, যারা এর আগে ‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাচের গান উপহার দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সেই ধারাবাহিকতাতেই এবার প্রকাশ পাচ্ছে ‘ময়না’।
গানটি নিয়ে বুবলী বলেন, এটি তার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। সিনেমার গানে পারফর্ম করলেও মিউজিক ভিডিওতে এটাই তার প্রথম কাজ। গানটি একেবারে পার্টি মুডের এবং পুরোপুরি নাচের। স্টেজ শো-তে পারফর্ম করার উপযোগী এমন একটি গানেই নিজেকে দেখতে চেয়েছেন তিনি।
গানের গীতিকার আসিফ ইকবাল বুবলীর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লেখেন, ‘বুবলী আসছে ময়না হয়ে/ ময়না নাচবে, ময়না নাচাবে।’ এর আগে তিনি শরাফ আহমেদ জীবনের একটি ছবি পোস্ট করে গানটির ইঙ্গিত দিয়েছিলেন, যেখানে লেখা ছিল, ‘জীবন কি আসলে বদলায়?’ এবং ‘আগুন লাগাইয়া বুকে কই পালালি’।
শরাফ আহমেদ জীবন গানটিতে পারফর্মের অভিজ্ঞতা নিয়ে বলেন, বুবলী একজন অসাধারণ অভিনেত্রী এবং বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা। তার সঙ্গে এমন একটি নাচের গানে পারফর্ম করা ছিল দারুণ এক অভিজ্ঞতা। কাজটি মজার ও প্রাণবন্ত, যা দর্শকদেরও ভালো লাগবে বলে বিশ্বাস তার।
কণ্ঠশিল্পী কোনাল বলেন, ময়না গানটি তার গাওয়া আগের গানগুলোর চেয়ে একদম ভিন্ন ধাঁচের। আসিফ ইকবালের লেখা ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘মেঘের নৌকা’র মতো রোমান্টিক গানের পর এবার একেবারে পার্টি ধাঁচের একটি গান গেয়েছেন তিনি। গান শুনেই গাইতে রাজি হয়ে গেছেন। বুবলীর পারফরম্যান্স গানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে বলে মনে করেন তিনি।
ভিডিওটির নির্মাতা তানিম রহমান অংশু জানান, তিনি মজার ও নাচের উপযোগী একটি ভিডিও বানানোর চেষ্টা করেছেন।