রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য বিনোদন

প্রকাশিত: ১২:১৮, ২২ জুলাই ২০২৫

আপডেট: ১২:১৮, ২২ জুলাই ২০২৫

নৈতিকতা শূন্য মেরুদণ্ডহীন সমাজের অসুস্থ প্রতিচ্ছবি!

নৈতিকতা শূন্য মেরুদণ্ডহীন সমাজের অসুস্থ প্রতিচ্ছবি!
ছবি: ফেসবুক

রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে, আর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৭৮ জন।

সোমবার দুপুর ১টার দিকে বিমানটি মাইলস্টোন স্কুলের প্রজেক্ট-২ নামক পাঁচতলা ভবনের ওপর ভেঙে পড়ে। ভবনটিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির নিয়মিত ক্লাস চলত, আর ছুটির পর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের কোচিং পরিচালিত হতো। বিমানটি ভবনের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কক্ষের সামনে বিধ্বস্ত হয়।

এ মর্মান্তিক ঘটনায় শুধু সাধারণ মানুষ নয়, বিনোদন অঙ্গনেও ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। একের পর এক শোকবার্তায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। গায়িকা ও পারশা মাহজাবীন পূর্ণিও নিজের সামাজিকমাধ্যমে গভীর শোক প্রকাশের পাশাপাশি দেশের সামাজিক ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

সোমবার মধ্যরাতে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে পারশা লিখেছেন, ‘অবশ্যই আজকের এ ঘটনার দায় রাষ্ট্রের। তবে নিজেদের দিকেও কি এবার আঙুল তোলা জরুরি নয়? রিকশাওয়ালা ৩০ টাকার ভাড়া চায় ১০০, সিএনজি ২ মিনিটে চায় এক হাজার, রক্তাক্ত শিশুদের দেখেও প্রাইভেট কার নির্দ্বিধায় পাশ কাটিয়ে চলে যায়! তাহলে শুধু কি রাষ্ট্রীয় অব্যবস্থাই দায়ী? এটি তো বরং বিবেকহীন সমাজের নগ্ন প্রতিচ্ছবি!’

তিনি আরও বলেন, ‘বেশিদূর যেতে হবে না সুনামগঞ্জ ও সিলেটের বন্যায় মাঝিরা প্রতিমুহূর্তে ভাড়া বাড়িয়ে দিয়েছিল এক হাজার থেকে দেড় হাজার টাকা। কখনো হাঁকিয়েছিল পঞ্চাশ হাজার থেকে এক লাখ পর্যন্তও। আর ফলের মেলায় তো যা পেল, তাই লুটে নেয়নি এমন কেউ কি ছিল? গণভবনের বিড়াল-মাছ-পাখিও কি রেহাই পেয়েছিল ৫ আগস্ট?’

পারশা দুঃখ প্রকাশ করে বলেন, ‘এদেশে দুর্নীতির কোনো পরিবর্তন হয় না। এই যে নৈতিক দেউলিয়াত্ব, যেখানে যা পাওয়া যায় তা আত্মসাৎ করার মানসিকতা সেখান থেকেই কোটি টাকার দুর্নীতির জন্ম হয়। মূলত সমস্যাটা চরিত্রের। ক্ষমতা যেই পাক, মনোভাব এক কেউ লুটে নেয় লাখ টাকা, কেউ পাঁচশো।’

এই ভয়াবহ দুর্ঘটনায় শোক আর ক্ষোভ মিলেমিশে এক অস্থির চিত্র তৈরি করেছে সারাদেশে। সাধারণ মানুষের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে চলেছেন।
 

সম্পর্কিত বিষয়: