রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৭, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৩:১১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

গোসাইরহাটে হাত-পা বেঁধে যুবককে মারপিট থানায় মামলা, আটক -১

গোসাইরহাটে হাত-পা বেঁধে যুবককে মারপিট থানায় মামলা, আটক -১

শরীয়তপুর গোসাইরহাটে বাড়ি থেকে কৌশলে ডেকে এনে হাত-পা বেঁধে রাজিব হোসেন (২৬) নামের এক যুবককে মারপিটের অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই যুবক কয়েকদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটে উপজেলার পৌর এলাকার মিত্রসেন পট্রি গ্রামে। 

গত শুক্রবার রাতে রাজিবের বাবা ইসমাঈল সরদার বাদী হয়ে, সোয়ান সরদার(২৬), নাজমুল উরফে নাজু সরদার(৩০)শাহিন(৩৬),জিসান (২০),জুয়েল(২০),সায়েম(২০)রবিন(৪০),ইব্রাহিম (৩৫),আরাফাত(২২) সহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় ইব্রাহিম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার  (২৪ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৬টায় উপজেলার মিত্রসেন পট্রি  গ্রামে পরিকল্পিত ভাবে রাজিব কে তার বসতবাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে যান পট্রি গ্রামের মৃত আউয়াল সরদারের ছেলে সোয়ান সরদার।

পরে ওই মিত্রসেন পট্রি গ্রাম ইটভাটার পাশে নিয়ে গিয়ে রাজিবের হাত-পা বেঁধে সোয়ান সরদার নাজু সরদারের নেত্রীত্বে উল্লেখ্য আসামীসহ আরো ৭/৮জন মিলে দলবদ্ধ হয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে তাকে মারধর করে ঠোট, কান সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন এসময় তার সাথে থাকা টাকা পয়শা স্বর্ণালংকার লুটে নেন।

খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। 

রাজিবের বাবা ইসমাঈল জানান, কয়েকদিন পর তার শরীরে বিভিন্ন স্থালে ফুলতে শুরু করে তার অবস্থার অবনতি হলে বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবীতে গোসাইরহাট থানায় ৯জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন রাজিবের বাবা ইসমাঈল সরদার।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই সজিবুল জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ইব্রাহিম নামের এজাহার ভুক্ত এক আসামীক গ্রেপ্তার করে আপাদলতে সোপর্দ করা হয়েছে। বাকিদের ধরার চেষ্টা চলছে।

সদ্য সংবাদ/এসএইচ

সর্বশেষ