নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির
নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে এটি জরুরি বলেও মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে এই মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, `আমরা নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি। প্রধান উপদেষ্টাকে জানিয়েছি, বর্তমান কমিশন অনিরপেক্ষ ও অস্বচ্ছ। সাংবিধানিক দায়িত্ব হিসেবে যেভাবে তাদের কাজ করা উচিত, তা তারা করছেন না। কিছু দলের প্রতি কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, আবার কিছু দলের প্রতি তারা অসুলভ। আমরা এ বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেছি।`