জামায়াত-আওয়ামী লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ: সামান্তা শারমিন
জামায়াত গণমানুষের দল নয় মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, আওয়ামী লীগ ও জামায়াত একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তারা একে অপরকে ব্যবহার করে ক্ষমতার রাজনীতি করে আসছে।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন তিনি।
সামান্তা শারমিন বলেন, 'জামায়াত যদি মনে করে যে তাদের ক্ষমতায় আসা গণতন্ত্রের জন্য ইতিবাচক হবে, তাহলে তারা ভুল ভাবছে। অতীতে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামায়াতকে ব্যবহার করেছে, আর এবার জামায়াত আওয়ামী লীগকে ব্যবহার করছে। এতে শেষ পর্যন্ত আওয়ামী লীগেরই রাজনৈতিক প্রাসঙ্গিকতা টিকে থাকবে।'
তিনি বলেন, 'জামায়াত যদি কোনোভাবে ক্ষমতায় আসে, তাহলে দেশ-বিদেশের অনেক শক্তি এটিকে “বাংলাদেশ ইসলামিস্টদের হাতে চলে যাচ্ছে” বলে প্রচার করবে, যা আওয়ামী লীগের জন্য নতুন করে সহানুভূতি ও সমর্থন তৈরি করবে।'
সামান্তা শারমিন আরও বলেন, 'সিভিল সোসাইটিতে আওয়ামী লীগের পক্ষের অনেকেই সক্রিয় রয়েছেন এবং তাদের ভোট কোন দিকে যাবে তা নিয়েও আলোচনা চলছে। জামায়াত চেষ্টা করছে আওয়ামী লীগের ভোটারদের আকৃষ্ট করতে, যাতে সেই ভোট ব্যাংক তাদের পক্ষে থাকে।'
তিনি বলেন, 'জামায়াত ও আওয়ামী লীগের সঙ্গে এনসিপির রাজনৈতিক দর্শন ও রাষ্ট্র পরিচালনার ভাবনা সম্পূর্ণ ভিন্ন। এনসিপি পুরোনো রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে কোনোভাবেই সমঝোতা করতে বাধ্য নয়। দলটি নিজেদের সক্ষমতা এই নির্বাচনেই যাচাই করতে চায় এবং প্রয়োজনে স্বাধীনভাবে নিজেদের জোট গঠন করবে।'
সদ্য সংবাদ/এমটি



























