বর্ষার পানিতে বাজার মাতাল দেশি মাছ, দামও বেশি, চাহিদা বেশি
বর্ষা এলেই নতুন পানিতে ভরে ওঠে নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড়। এতে প্রাণ ফিরে পায় দেশের মুক্ত জলাশয়গুলো, দেখা মেলে দেশি নানা প্রজাতির মাছের। দারকিনা, পুঁটি, মলা, ঢেলা, চেলা, চান্দা, খলসে, গজার, বোয়াল, চিতল, বাগাড়, আইড়সহ বিভিন্ন মাছ এখন গ্রামগঞ্জ পেরিয়ে আসছে রাজধানীসহ বড় শহরের বাজারে।