রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ১১ জুলাই ২০২৫

আপডেট: ১২:৩৩, ১১ জুলাই ২০২৫

কাঁচা মরিচের দাম কেজিতে ৩২০ টাকা, বেড়েছে মুরগি-সবজির দামও

কাঁচা মরিচের দাম কেজিতে ৩২০ টাকা, বেড়েছে মুরগি-সবজির দামও
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টির কারণে রাজধানীর বাজারে হঠাৎ করেই কাঁচা মরিচের দাম লাগামছাড়া হয়ে পড়েছে। সপ্তাহখানেক আগেও প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

শুধু কাঁচা মরিচ নয়, দাম বেড়েছে বেগুনসহ অন্যান্য সবজিরও। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকায়, বেগুন ৯০-১০০ টাকা, করলা ৮০ টাকা, পটোল, ঝিঙে ও ধুন্দল ৬০-৭০ টাকা, শসা ৬০-৮০ টাকা, কচুরমুখি ও কাঁকরোল ৮০-১০০ টাকা, ঢেঁড়স ৪০-৫০ টাকা, কাঁচা পেঁপে ও কাঁচকলা ৩০-৪০ টাকা, আর বরবটি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে।

সবজির পাশাপাশি মুরগির দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে। ঈদের পর কিছুটা কমলেও এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে ২০ টাকা পর্যন্ত। বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ১৫০-১৬০ টাকা। সোনালি মুরগির দামও কিছুটা বেড়েছে।

তবে মাছ ও মাংসের বাজার এখনো তুলনামূলক স্থিতিশীল রয়েছে। বাজারে ট্যাংরা ও চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১২০০ টাকায়, এক কেজি ওজনের ইলিশ ২২০০-২৪০০ টাকা, রুই ও কাতল মাছ আকারভেদে ৩০০-৪৫০ টাকা, পাবদা ৪০০-৫০০, তেলাপিয়া ও পাঙাশ ২২০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মসলার বাজারেও বড় কোনো পরিবর্তন নেই। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা, দেশি আদা ১৩০-১৫০, দেশি রসুন ১২০-১৫০ এবং আমদানি করা রসুন ১৯০-২০০ টাকায়। দেশি মসুর ডাল (চিকন) কেজিতে ১৪০ টাকা, আর আমদানি করা (মোটা) মসুর ডাল ১১৫-১২০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২৮-১৩০ টাকায়। গরুর মাংস প্রতি কেজি ৭৫০-৮০০ এবং খাসির মাংস ১১০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহের মতোই রয়েছে। বাজারে আলু, মসলা এবং অধিকাংশ মাছ-মাংসের দাম এখনো স্থিতিশীল থাকলেও সবজি ও মুরগির দাম বেড়ে ভোক্তাদের কষ্ট বাড়িয়েছে।
সূত্র: মানবজমিন

সম্পর্কিত বিষয়: