বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৯, ২২ আগস্ট ২০২৫

বাজার পুড়ছে সবজির দামে, কেজি ১০০ টাকার কম নেই

বাজার পুড়ছে সবজির দামে, কেজি ১০০ টাকার কম নেই
ছবি: সংগৃহীত

‘শেষ কবে এত বেশি দামে সবজি কিনেছি মনে করতে পারছি না। ৮০-১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা যেন মুখস্থ বুলি আওড়াচ্ছেন যা-ই চাই, কেজি ১০০ টাকার কম নেই।’ রাজধানীর রামপুরা বাজারে সবজি কিনতে গিয়ে ক্রেতা আলামিনের এভাবেই ক্ষোভ ঝরল।

শুক্রবার (২২ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির এমন চড়া দামে নাকাল ক্রেতারা। কেউ বাধ্য হয়ে অল্প কিনছেন, কেউ আবার সবজি না কিনেই ফিরছেন খালি হাতে।

মুনি আক্তার নামের এক ক্রেতা বলেন, ‘আমাদের আয় সীমিত। সংসারে একদিকে বেশি খরচ হলে অন্যদিকে টান পড়ে যায়। সবজির দাম বাড়ায় সংসার চালানোই কঠিন হয়ে গেছে। আগের চেয়ে কম নিচ্ছি, তবে দু-এক কেজি না কিনলে তো রান্নাই সম্ভব নয়।’

বিক্রেতারা জানান, টানা বৃষ্টিতে সবজির উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমেছে। ফলে দাম বেড়েছে। মালিবাগের সবজি বিক্রেতা সবুজ হোসেন বলেন, ‘এখন কম উৎপাদনের মৌসুম। এর ওপর অস্বাভাবিক বৃষ্টিতে অনেক ক্ষেত তলিয়ে গেছে। তাই বাজারে সবজির সরবরাহ কম, দাম বেশি।’

বাজারে আলু, বই কচু ও কাঁচা পেঁপে ছাড়া আর কোনো সবজি ৮০ টাকার কমে মিলছে না। ঢ্যাঁড়স, পটল বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। বরবটি, বেগুন, উস্তা, চিচিঙ্গা, ঝিঙা, ধুন্দল ও কাঁকরোলের দাম বাজারভেদে ১০০ থেকে ১২০ টাকা কেজি। কাঁচামরিচের দাম আরও বেশি—প্রতি কেজি ২০০ থেকে ৩২০ টাকা। এক মাস আগে যা ছিল ১৫০-১৬০ টাকা। চালকুমড়া বিক্রি হচ্ছে ৭০ টাকা, লাউ ১০০ টাকা এবং মিষ্টি কুমড়ার ফালি ৪০ টাকা কেজি দরে।

সবজির পাশাপাশি বেড়েছে ডিমের দামও। আগে প্রতি ডজন ডিম ১৪০ টাকায় মিললেও এখন ১৫০ থেকে ১৫৫ টাকা। পাড়ার দোকানে প্রতি হালি বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকা দরে। মাত্র এক মাস আগেও ডজনপ্রতি ডিমের দাম ছিল ১২০-১২৫ টাকা।

মালিবাগের ডিম বিক্রেতা বুলু মিয়া বলেন, ‘সবজির দাম বাড়লে ডিমের চাহিদা বেড়ে যায়। পাশাপাশি বৃষ্টির কারণে সরবরাহ কমেছে। তাই দামও বেড়েছে।’

বাজারে ব্রয়লার মুরগি কেজি ১৭০ থেকে ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের চেয়ে ১০-২০ টাকা বেশি। আর সোনালি মুরগি পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে।
 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ